অপরাধখুলনাসারাবাংলা

চৌগাছায় ১১ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

জনপদ ডেস্ক: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১২৪ পিছ স্বর্ণের বারসহ শাহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে শাহজাদপুর বিজিবি।

আজ শুক্রবার (২০ মে) সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে বড়কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শাহ আলম উপজেলার বড়কাবিলপুর গ্রামের রহিম বকসের ছেলে।

আজ শুক্রবার বিকেলে যশোরে বিজিবির এক সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারী কৃষকের বেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় শাহাজাদপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রায়হানের নেতৃত্বে টহলরত বিজিবি দলের সন্দেহ হয়। তারা তাকে তল্লাশী করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৪ পিছ স্বর্ণের বার উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে শাহ আলম আগেও ছয়বার স্বর্ণ পাচার করেছেন বলে স্বীকার করেন। সপ্তমবার পাচারের সময় তিনি বিজিবির হাতে ধরা পড়েন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪ দশমিক ৪৫০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি এগার লাখ পঞ্চাশ হাজার টাকা। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

স্বর্ণের বার ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button