সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট দুই চোর

জনপদ ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রেফতার আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গ্রামর্দ্দন গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নাসির বিশ্বাস (৪০) ওই গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে ও ইদ্রিস হাওলাদার (৩৬) মঠবাড়িয়া উপজেলার ইলিয়াস হাওলাদারের ছেলে।
এ ঘটনায় তাদের শরীরের ৯ ভাগ পুড়ে গেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সোমবার রাতে নাসির বিশ্বাস ও ইদ্রিস হাওলাদার নামে ওই দুই চোর পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামের বারেক চৌকিদার বাড়ির দরজায় ট্রান্সফরমার চুরি করতে যায়। প্রথমে তারা একটি ১০ কেভিএ-এর ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফের ওই রাতেই ২৫ কেভিএ-এর ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত হয়ে পড়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পটুয়াখালী পল্লী বিদ্যুতের গলাচিপা জোনাল অফিসের ডিজিএম মো. মঈন উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামর্দ্দন গ্রামের পল্লী বিদ্যুতের এক গ্রাহক মোবাইলে ফোন করে তাকে বিষয়টি জানায়। পরে বিষয়টি তিনি গলাচিপা থানার ওসিকে জানিয়ে পুলিশসহ ঘটনাস্থলে পল্লী বিদ্যুৎ অফিসের লোক পাঠন।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা পুলিশ হেফাজতে গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button