বিদ্যুৎ ও জ্বালানিসারাবাংলা

কারা ধর্মঘট ডেকেছে, জানেন না শাজাহান খান

জনপদ ডেস্ক: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান বলেছেন, ‌‘জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাড়ি বন্ধ রাখার ঘটনা পরিবহন ধর্মঘট নয়। কারা এ পরিবহন ধর্মঘট ডেকেছে, তা আমার জানা নেই।’

সাবেক নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন এ ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রাখছে, এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়।’

গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন শাজাহান খান।

গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করে সরকার। এর প্রতিবাদে শুক্রবার থেকে বাস এবং শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button