বরিশালসারাবাংলা

বরিশালে ইয়াবা রাখার অপরাধে ৭ বছরের কারাদণ্ড

জনপদ ডেস্ক: নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে নগরীর গড়িয়ার পাড় ইছাকাঠি এলাকার এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড ও ৭ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম বাচ্চু নগরীর গড়িয়ার পাড় ইছাকাঠি এলাকার আবুল হাসেম মাস্টারের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নথুল্লাবাদ আল্লার দান হোটেলের সামনে অভিযান চালিয়ে ৫শ’ ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

ওই দিনই মামলা দায়ের হলে তদন্তে সত্যতা পায় ডিবি পুলিশ।

একই বছর ২১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামাল হায়দার তার বিরুদ্ধে চার্জশীট জমা দেন।

ট্রাইব্যুনাল ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button