অর্থনীতি-ব্যবসা

সাউথ বাংলা ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা শুরু

জনপদ ডেস্কঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ইসলামী শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভার্চ্যুয়াল প্ল্যাটফরম জুম কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী।
আলোচক ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো. ফরিদ উদ্দিন, শরিয়াহবিশ্লেষক মওলানা মো. আব্দুর রাজ্জাক, বিআইবিএমের ফ্যাকাল্টি ড.মো. মোহাব্বত হোসেন।

এ সময় উপস্থিতি ছিলেন ব্যাংকের পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, মোহাম্মদ নাওয়াজ, হাফিজুর রহমান বাবু, শেখ মো. সাইদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান ও ড. সৈয়দ হাফিজুর রহমান, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. মোকাদ্দেস আলী প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button