খেলাধুলা

প্রথম সেশনে ২ উইকেট

ক্রীড়া প্রতিবেদক :

তৃতীয় দিনের প্রথম সেশনে ২৬ ওভারে স্কোরবোর্ডে ৭৫ রান যোগ করেছে জিম্বাবুয়ে, এর মধ্যে তারা হারিয়েছে ২ উইকেট। প্রথম ঘণ্টার শেষ দিকে ডোনাল্ড তিরিপানোকে ফেরান তাইজুল ইসলাম। লাঞ্চের আগে মেহেদী হাসান মিরাজের শিকার ব্রায়ান চারি।

লাঞ্চ বিরতির সময় জিম্বাবুয়ের স্কোর ৪৪ ওভারে ৩ উইকেটে ঠিক ১০০ রান। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাতে এখনো ২২২ রান করতে হবে তাদের। ব্রেন্ডন টেলর ১৯ ও শন উইলিয়ামস ১ রানে অপরাজিত আছেন।

রিভিউ নিয়ে চারিকে ফেরাল বাংলাদেশ

ফিফটি করা ব্রায়ান চারিকে ফিরিয়ে ৫৬ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

মিরাজের লেগ স্টাম্পের বাইরের বল শরীর দিয়ে ঠেকিয়েছিলেন চারি। বল তার প্যাডে লেগে ওপরে ওঠার সময় গ্লাভস ছুঁয়ে চলে যায় শর্ট লেগে। একহাতে বল তালুবন্দি করেন মুমিনুল হক।

ক্যাচের জোরালো আবেদনে আম্পায়ার কুমার ধর্মসেনা অবশ্য প্রথমে আউট দেননি। মাহমুদউল্লাহ নেন রিভিউ। আল্ট্রাএজে দেখা যায় বল চারির গ্লাভস ছুঁয়েছিল। পাল্টায় সিদ্ধান্ত।

চারি ১২৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে ফেরার সময় জিম্বাবুয়ের স্কোর ৩ উইকেটে ৯৬। ১৬ রান নিয়ে ব্যাট করা ব্রেন্ডন টেলরের সঙ্গে যোগ দিয়েছেন শন উইলিয়ামস।

চারির ফিফটি

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ফিফটি করেছেন ব্রায়ান চারি। ডানহাতি ওপেনার ব্যক্তিগত ৪০ থেকে তাইজুল ইসলামকে টানা দুই চার হাঁকিয়ে পৌঁছে যান ৪৮-এ। এক বল পর আরেকটি বাউন্ডারিতে স্পর্শ করেন মাইলফলক।

চারি প্রথম ২০ রান করতে খেলেছিলেন ৮৮ বল। পরের ৩০ রান করেন মাত্র ২৩ বলে। পঞ্চাশ ছুঁয়েছেন ১১১ বলে। সাত টেস্টে এটি তার দ্বিতীয় ফিফটি।

৩৭ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ৮৫ রান। তখনো বাংলাদেশের থেকে ৩৩৭ রানে পিছিয়ে সফরকারীরা। চারি ৫২ ও ব্রেন্ডন টেলর ৬ রানে অপরাজিত আছেন।

দিনের প্রথম আঘাত তাইজুলের

তৃতীয় দিনে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। দিনের একাদশ ওভারে তার বলে আউট হয়ে ফিরে গেছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা ডোনাল্ড তিরিপানো।

অফ স্টাম্পের বাইরে কিছুটা লাফিয়ে ওঠা বলে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেন তিরিপানো। আগের দিন স্লিপে হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচও নিয়েছিলেন মিরাজ। প্রথম দুই উইকেটই নিলেন তাইজুল।

৪৬ বলে একটি চারে ৮ রান করে ফেরেন তিরিপানো। জিম্বাবুয়ের স্কোর তখন ২ উইকেটে ৪০ রান। ব্রায়ান চারির সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন ব্রেন্ডন টেলর।

গুরুত্বপূর্ণ প্রথম সেশন

ফলোঅন এড়াতে এখনো ৩২৩ রান করতে হবে জিম্বাবুয়েকে। আর জয় পেতে বাংলাদেশের নিতে হবে আরো ১৯ উইকেট। এজন্য তৃতীয় দিনের প্রথম সেশনকে মহাগুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকুর রহিম।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমার মনে হয় খুব সহজেই জয় আসবে। আমাদের বোলারদের অনেক কাজ বাকি আছে। কারণ আমাদের দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেট নিতে হবে। কাল (মঙ্গলবার) প্রথম সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম সেশনটা কাজে লাগাতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।’

চালকের আসনে বাংলাদেশ

দ্বিতীয় দিনে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

জবাবে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান। ব্রায়ান চারি ১০ ও নাইটওয়াচম্যান ডোনাল্ড তিরিপানো শূন্য রান নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা শুরু হয়েছে নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায়।

দ্বিতীয় দিন শেষে

বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ ডিক্লে. (মুশফিক ২১৯*, মুমিনুল ১৬১, মিরাজ ৬৮*, মাহমুদউল্লাহ ৩৬; জার্ভিস ৫/৭১)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৫/১ (মাসাকাদজা ১৪, চারি ১০*, তিরিপানো ০*; তাইজুল ১/৫)।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button