সারাবাংলা

ব্র্যান্ড হোন্ডার নতুন কারখানা চালু

 জনপদ ডেস্ক:

বছরে এক লাখ মোটরসাইকেল উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডার নতুন কারখানা চালু হলো। গতকাল রবিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মুন্সীগঞ্জের আব্দুল মোমেন ইকোনমিক জোনে এই কারখানার উদ্বোধন করেন।

সেখানে ২৫ একর জমির ওপর ২৩০ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে এই কম্পানি গড়ে তোলে হোন্ডা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন। হোন্ডার ৭০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশ বিনিয়োগ করেছে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্টার-পার্লামেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘এটি জাপান ও বাংলাদেশের বিনিয়োগের একটি সফল দৃষ্টান্ত। আজ থেকে এতে বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু হলো। পাঁচ বছরের প্রচেষ্টায় হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন থেকে নিজস্ব ফ্যাক্টরিতে উত্পাদন শুরু হলো। এর মাধ্যমে জাপান বাংলাদেশের দ্বিপক্ষীয় বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার হবে।’

তিনি আরো বলেন, ‘২০২৫ সালের মধ্যে মোটরসাইকেল শিল্প খাতের উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। শিল্প মন্ত্রণালয় জাতীয় মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতি ২০১৮ প্রণয়ন করেছে। এরই মধ্যে এ খাতে কয়েক হাজার দক্ষ জনবল সৃষ্টির পাশাপাশি দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ শিল্প খাত বিলিয়ন ডলারে পরিণত হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালের ৫ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাত্র এক বছরের মধ্যে কারখানাটি বাণিজ্যিক উত্পাদনে যেতে সক্ষম হলো। ১৪ হাজার আয়তনে এই কারখানায় বছরে এক লাখ মোটরসাইকেল উত্পাদনের সক্ষমতা রয়েছে।

বাজার প্রবণতা বুঝে এখানে ২০২১ সালের মধ্যে দুই লাখ মোটরসাইকেল উত্পাদনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বর্তমানে সেখানে ৩৯০ জন জনবল রয়েছে।

হোন্ডা মোটর কম্পানির সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ও প্রডাকশন অপারেশন চিপ আফিসার ইয়োশি ইয়ামানে বলেন, হোন্ডার ২০৩০ সালের লক্ষ্য হলো বিশ্বব্যাপী মানুষের জীবনের সম্ভাবনা বৃদ্ধির কাজ করা। নতুন এই কারখানা আমাদের সেই লক্ষ্য অর্জনের সঠিক পথে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়। হোন্ডা নতুন কারখানা থেকে উন্নতমানের পণ্য সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ হোন্ডা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োইচিরো ইশ বলেন, ‘সুলভমূল্যে সেরা মানের পণ্য সরবরাহ করে এ দেশের মানুষের জীবনের গতিশীলতা বৃদ্ধি করে জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিজ্ঞাবন্ধ বাংলাদেশ হোন্ডা।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button