সারাবাংলা

নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিএনপির ৬ দফা দাবি

জনপদ ডেস্ক:

নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ‘গায়েবি’ মামলায় হয়রানি বন্ধ, গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তিসহ ৬ দফা দাবি জানিয়েছে খুলনা বিএনপি। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তুলতে প্রতীক বরাদ্দের পূর্বে মিছিল-শোডাউন ও মোটরসাইকেল মহড়া বন্ধ, পাড়া মহল্লায় দলীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

আজ সোমবার খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সভা শেষে লিখিতভাবে এসব দাবির কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা ও বিতর্কিত মতাদর্শ ব্যক্তিকে ভোট গ্রহণের কাজে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে নিয়োগ না করার দাবি জানানো হয়।

এসব দাবি আদায়ে আগামী বুধবার রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক বরাবর বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে। আর মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, এসএম আসাদুজ্জামান মুরাদ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button