টপ স্টোরিজধর্ম

তুরাগ তীরে মুসল্লিদের ঢল, আমবয়ানে শুরু ইজতেমা

জনপদ ডেস্ক: শুরু হলো ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা খুরশেদ আলমের আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোববার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

তীব্র শীত উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমা ময়দানসহ টঙ্গী-আব্দুল্লাহপুরের আশপাশের এলাকা। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তাবলিগ জামায়াতের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এবারো আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার ১০ থেকে ১২ জানুয়ারি মাওলানা জোবায়ের এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা পালন করবেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button