ক্রিকেটখেলাধুলা

টি-টোয়েন্টি আবারও ছয় বলে ছয় ছক্কা!

স্পোর্টস ডেস্কঃ ফের এক ওভারে ছয় ছক্কা। তাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। এরপরই ক্রিকেট বিশ্বের মনে পড়ে গেল যুবরাজ সিংয়ের কথা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড তো তারই। কিন্তু এবার নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এই রেকর্ড গড়লেন লিও কার্টার। টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমন রেকর্ড গড়লেন তিনি।

যুবরাজ সিংয়ের পর ২০১৭ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রস হুইটলি এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন। এর পর তৃতীয় ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা হাঁকান আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। লিও কার্টার এই তালিকায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যুক্ত হলেন।

মূলত ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম এক ওভারে ৬টি ছক্কা হাঁকান ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। সেই ১৯৬৮ সালে। এরপর ১৯৮৫ সালে ঘরোয়া ক্রিকেটে ভারতের বর্তমান ক্রিকেট কোচ রবি শাস্ত্রী ছয় ছক্কা মেরেছিলেন।
আর ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবস। টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি রয়েছে ক্রিস গেইল, অ্যালেক্স হেলসেরও।

রোববার (৫ জানুয়ারি) ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি লিগে টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৯ রান তোলে নর্দান ডিস্ট্রিক্টস। জবাবে ক্যান্টারবুরি ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে তুলেছিল তিন উইকেটে ১৫৬ রান। তখনও জয়ের জন্য তাদের পাঁচ ওভারে ৬৪ রান দরকার ছিল।

এমন অবস্থায় ১৬তম ওভারে অ্যান্ট ডেভসিচকে ছয়টি ছক্কা মারেন কার্টার। যাতে লক্ষ্য চলে এলো নাগালের মধ্যে। আর নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান নাম লেখালেন রেকর্ড বইয়ে। ২৯ বলে ৭০ রানের মারকুটে ইনিংস খেলা কার্টার হাঁকিয়েছেন মোট ৭টি ছক্কা। যার ৬টিই এসেছে ডেভচিচের ওই ওভারে।

২৫ বছর বয়সী এই ক্রিকেটার দুর্দান্ত ওই ইনিংস খেলে নিজের দল ক্যান্টাবুরিকে জয়ও এনে দিয়েছেন নর্দার্ন ডিসট্রিক্টের বিপক্ষে। শেষপর্যন্ত দলটি ৭ উইকেটের জয় পায় ৭ বল হাতে রেখেই।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button