খেলাধুলাবিনোদন

আজ ইডেনে বাংলাদেশ-ভারতের ম্যাচ দেখবেন রানি

জনপদ ডেস্ক: আজ শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের ঐতিহাসিক টেস্ট ক্রিকেট ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ভারত-বাংলাদেশ দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। আর প্রথম দিনই ইডেন গার্ডেনে উপস্থিত থাকবেন রানী মুখার্জি।

দাদাগিরির মঞ্চে এমন খবরেই জানান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এ প্রসঙ্গে রানি মুখার্জি বলেন, এবারই প্রথম ইডেন গার্ডেনে ম্যাচ দেখব। ম্যাচের সময় সেখানকার পরিবেশ কেমন হয় সে সম্পর্কে মা-বাবার কাছে অনেকবার শুনেছি। এবার সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার একটা অভিজ্ঞতা হবে। আশা করছি দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে গত ১৯ নভেম্বর নিজের আগামী ছবি ‘মর্দানি ২’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। ছবির প্রচারণা এসেই তিনি বলেন এই প্রথম তিনি ইডেনে বসে খেলা দেখব। সেখানে ‘মর্দানি ২’-এর প্রচার করবেন বলে তিনি জানান।

‘মর্দানি ২’ রানি অভিনীত ২০১৪-র ‘মর্দানি’ ছবির সিক্যুয়েল। আগের ছবির বিষয় ছিল নারী পাচার। এই ছবিতে থাকবে ধর্ষণের মতো জ্বলন্ত বিষয়। এবং আগামী প্রজন্মের অপরাধমনস্কতা। যশোরাজ ফিল্মস প্রযোজিত ‘মর্দানি ২’ মুক্তি পাবে ১৩ ডিসেম্বর।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button