ক্রিকেটখেলাধুলা

রুবেলের বিধ্বংসী বোলিং, একাই নিলেন ৭ উইকেট!

স্পোর্টস ডেস্ক: সাদা পোশাকে ইকোনমি ভালো না বলে জাতীয় দলে খুব একটা সুযোগ পান না পেসার রুবেল হোসেন। নির্বাচকরা প্রায়ই রুবেলকে নিয়ে নাকি এমন কথা বলে থাকেন। সেই রুবেল হোসেন জাতীয় লিগের ম্যাচে লাল বলে একাই নিলেন ৭ উইকেট!

সোমবার মিরপুরে প্রথম স্তরে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেট নিতে ১৭.৪ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান খরচ করেন রুবেল। এর মধ্যে মেডেন চারটি। প্রথম শ্রেণিতে এটি তার ক্যারিয়ার সেরা।

আগের সেরা ছিল ২০১৭ সালে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট।
এদিন সকালে অভিষেক মিত্রকে ফিরিয়ে শুরু করেন আগুনে বোলিং। ৬ ওভারের ওই স্পেলে পরে ফিরিয়ে দেন রাজশাহীর আরেক ওপেনার ৪৩ রান করা মিজানুর রহমানকেও।

এরপর তিনে নামা জুনায়েদ সিদ্দিককে ফেরান জিয়াউর রহমান। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক মিডলঅর্ডারে নেন ফরহাদ হোসেন ও শাকির হোসেনের উইকেট। এরপর শুধুই রুবেল। একাই ধসিয়ে দেন বাকি ব্যাটিং লাইন আপ।

সাব্বির রহমানকে ফিরিয়ে লাঞ্চের ঠিক আগে ফরহাদ রেজাকে দিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। লাঞ্চের পরও এমন দাপট ধরে রাখেন। রাজশাহী শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৫১ রানে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button