ঢাকাসারাবাংলা

মহাখালী এলাকায় দুই পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

জনপদ ডেস্ক: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দু’টি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

সোমবার ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার।

তিনি বলেন, অভিযুক্ত ২টি পেট্রল পাম্প যথাক্রমে মেসার্স এস. আর. এন্টারপ্রাইজ অকটেন পরিমাপে প্রতি ৫ লিটারে ৪০ মি.লি. ও ডিজেল পরিমাপে প্রতি ৫ লিটারে ১৬০ মি.লি. কম প্রদান এবং মেসার্স সোহাগ ফিলিং স্টেশন অকটেন পরিমাপে প্রতি ৫ লিটারে ৬০ মি.লি. ও ডিজেল পরিমাপে প্রতি ০৫ লিটারে ৮০ মি.লি. কম প্রদান করায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিম এর নেতৃত্বে সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button