আন্তর্জাতিক

ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

জনপদ ডেস্কঃ ওমরাহ ভিসার মেয়াদ এখন থেকে তিন মাস থাকবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ভিসা ইস্যুর পর থেকেই এর মেয়াদ শুরু হবে।

বার্ষিক হজের প্রস্তুতি হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় আর জানিয়েছে, ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা ১৫ জ্বিলকদের মধ্যেই শেষ হতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ ১৫ জ্বিলকদ উত্তীর্ণ হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ ২৯ জ্বিলকদ পর্যন্ত থাকত।

এদিকে ওমরা পালনকারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button