জাতীয়

প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

জনপদ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে টানা পাঁচদিন ছুটি শেষ হয়েছে রোববার (১৪ এপ্রিল)। আজ সোমবার কর্মস্থলে ফিরেছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

সোমবার (১৫ এপ্রিল) সকালে সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তবে নির্ধারিত ছুটির পাশাপাশি অনেকেই অতিরিক্ত ছুটি নেওয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং এলাকায়ও ভিড় কিছুটা কম।

চাঁদ দেখার উপর নির্ভর করে এবার ঈদুল ফিতর পালিত হয় ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের তিন দিনের সরকারি ছুটি ছিল।

১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি শেষে অফিস শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button