আন্তর্জাতিকটপ স্টোরিজ

বাল্টিমোর সেতু ধস: দুই জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা

জনপদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু দুর্ঘটনায় নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ডুবে যাওয়া একটি লাল পিকআপ ট্রাক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। গত সোমবার পণ্যবাহী একটি জাহাজটি সেতুটিকে ধাক্কা দেয়। তখন এর ওপর আট নির্মাণকর্মী কাজ করছিলেন। সেতুর সাথে তারাও নদীতে পড়ে যান।

এদের মধ্যে দুই জনকে সেই দিনই উদ্ধার করা হয়। বাকি দুই জনের মরদেহ পাওয়া গেলো। এখনো নিখোঁজ রয়েছেন চার শ্রমিক। ধারণা করা হচ্ছে, তাদের সবাইও মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবুরিরা নিরাপদ ও সহজভাবে কাজ করতে পারছেন না। সেতুর ধ্বংসাবশেষের কারণে সেখানে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। গাড়িগুলো কনক্রিটের কাঠামোতে আটকে আছে।

তবে দুর্ঘটনার পর পণ্যবাহী জাহাজটি এখন নিরাপদ অবস্থায় আছে বলে জানানো হয়েছে। জাহাজটিতে ১৫ লাখ গ্যালনের বেশি জ্বালানি তেল ও লুব অয়েল রয়েছে। এ ছাড়া পণ্যবোঝাই প্রায় ৪ হাজার ৭০০ কনটেইনার রয়েছে এটিতে। ৫৬টি কনটেইনারে রয়েছে বিপজ্জনক উপকরণ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button