আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

জনপদ ডেস্কঃ ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং পদত্যাগ করেছেন। বুধবার (২০ মার্চ) এ ঘোষণা দিয়েছে তার দল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। খবর রয়টার্সের।

থুংয়ের পদত্যাগপত্র গ্রহণের পর দেশটির সরকার বলছে, এই পদত্যাগ দেশের রাজনৈতিক অস্থিরতার লক্ষণ; যা দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকে আঘাত করতে পারে।

এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টি জানিয়েছে, থুং দলের নিয়ম লঙ্ঘন করেছে এর ফলে জনমতকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এছাড়া দল, রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে তার সুনামকে প্রভাবিত করেছে।

জানা গেছে, দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতারের শঙ্কা ছিল থুংয়ের। ১০ বছর আগে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক প্রধান থাকাকালীন, তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ছিল। যদিও এ অভিযানকে রাজনৈতিক অন্তর্দ্বন্দের হাতিয়ার বলে মন্তব্য করেছে সমালোচকেরা।

বার্তা সংস্থা এপি বলছে, ২ বছরের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন থুং। এর আগে, তার পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুক দুর্নীতিবিরোধী অভিযানে বহিষ্কৃত হন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button