দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

নৌকার শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানি ২ জানুয়ারি

জনপদ ডেস্কঃ দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ওই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ শুনানি হবে।

আদালতে এ কে আজাদের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মোস্তাফিজুর রহমান খান। শামীম হকের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত শামীম হককে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এরআগে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button