আন্তর্জাতিক

বিশ্ব শান্তি-উন্নয়নে ইউনেসকোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন: সি

জনপদ ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, ইউনেসকোর সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং যৌথভাবে বিশ্ব শান্তি ও উন্নয়নের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চায় চীন।

তিনি বলেন, চীন ও ইউনেসকো বিশ্ব শান্তি রক্ষা এবং বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে অনেক ইতিবাচক কাজ করেছে। এই ধরনের সহযোগিতা খুবই মূল্যবান এবং দীর্ঘ সময় ধরে এটা বজায় রাখা উচিত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেইজিংয়ে মহাগণভবনে ইউনেসকোর মহাপরিচালক ওদ্রে আজুলের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান চীনা প্রেসিডেন্ট।

বেইজিং বছরের পর বছর ধরে ইউনেসকোর কাজ সমর্থন করে আসছে উল্লেখ করে সি চিনপিং বলেন, বিশ্ব বহুমাত্রিক ‘রঙিন সভ্যতা’ নিয়ে গঠিত এবং চীন বিশ্বের প্রাচীনতম ইতিহাস ও সংস্কৃতির দেশগুলোর একটি।

তিনি বলেন, চীন সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার সক্ষমতা ও স্তর ক্রমাগত উন্নত করতে, বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় বাড়াতে চাই আমরা। এছাড়া পারস্পরিক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা জোরদার করতে, বিশ্ব শান্তিতে অবদান রাখতে এবং মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের একটি সম্প্রদায় গঠনে অবদান রাখতে ইউনেসকোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, ১৪০ কোটি মানুষের দেশ চীনের অসাধারণ উন্নয়নই মানব সভ্যতার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button