সারাবাংলা

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

জনপদ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বন্যহাতি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া এলাকায় উপজেলার নুহু মিয়ার ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো ওই বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এটিএম ফায়েজুর রহমান আকন্দ।

বনবিভাগ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ২৫-৩০টি হাতি পাহাড়ের ভিতর থেকে খাদ্যের সন্ধানে নেমে আসে লোকালয়ে। স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে খাদ্যের সন্ধানে হাতির দল উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া ঢাকাই পট্রিতে নুহু মিয়ার মাছ চাষের প্রজেক্টের ধানের ক্ষেতে নামে। এ সময় ধান ক্ষেত রক্ষার জন্য জিআই তারে সংযোগ দেওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায় হাতিটি। পরে সেখান থেকে বনবিভাগের টহল দল হাতির মরদেহ উদ্ধার করে। এ সময় জিআই বৈদ্যুতিক লাইনের সংযোগের তার উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদসহ বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button