আন্তর্জাতিক

ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইট হ্যাক হতে পারে

জনপদ ডেস্ক: ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইটের ওপরে নজর রয়েছে ইন্দোনেশিয়ার এক সাইবার অ্যাটাক গ্রুপের৷ এ নিয়ে সাইবার সিকিওরিটি অ্যালার্ট জারি করতে হয়েছে ভারতকে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অ্যালার্ট জারি করেছে।

গতবছর ভারতের একটি হাসপাতালের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়ে। আর গত বছর ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রায় ১৯ বার আক্রমণ হয়েছিল।

যে অ্যালার্ট জারি করা হয়েছে তাতে বলা হয়েছে- হ্যাকটিভিস্ট গোষ্ঠীটি বিভিন্ন সরকারি ওয়েবসাইটের একটি তালিকা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই লিস্টে থাকা ওয়েবসাইটগুলো হ্য়াক করাই তাদের প্রাথমিক উদ্দেশ্য৷ সেই তালিকায় ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটও রয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এ নিয়ে সতর্ক করে অ্যালার্টে জানানো হয়েছে, রাজ্য এবং কেন্দ্রের একাধিক ওয়েবসাইটকে টার্গেট করা হয়েছে৷ এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button