আন্তর্জাতিক

বদলে গেল টুইটারের বায়ো, কী লিখলেন রাহুল গান্ধী?

জনপদ ডেস্কঃ গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে জোর চর্চা রাহুল গান্ধীকে নিয়ে। তাঁর ২০১৯ সালের মোদি পদবী মন্তব্য মামলায় রায় দিয়েছে গুজরাটের এক আদালত। সেখানে তাঁকে দু’ বছরের কারাদণ্ড দেওয়ার পরেই খারিজ হয়ে যায় সাংসদ পদ। আদালতের রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সংসদ জানিয়ে দেয় তিনি আর সাংসদ নন। আজ প্রিয়াঙ্কা গান্ধীও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এর মাঝেই বদলে গেল রাহুল গান্ধীর টুইটারের বায়ো। টুইটারে নিজের বায়োতে তিনি ‘সংসদ সদস্য’ জায়গায় পরিবর্তে লিখেছেন ‘অযোগ্য সাংসদ’।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী বলেন, কাকতালীয় ভাবে সব চোরদের পদবী এক হয় কেন? তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবং সমগ্র মোদি পদবীর অপমানের অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা। সেই মামলার রায়ে গুজরাটের এক আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং দু’ বছরের কারাদণ্ড দেয়। তার আগে যদিও জামিন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি উচ্চ আদালতে আবেদন করার আগেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেয় সংসদ। এই সিদ্ধান্তের বিরোধিতায় ইতিমধ্যে দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল নিজেদের মত প্রকাশ করেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button