রাজশাহীসারাবাংলা

আসন্ন রমজান উপলক্ষে রাজশাহীতে ভোক্তার অভিযান, ৬ দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রসমজান উপলক্ষে নিত্যপন্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এতে বিভিন্ন অপরাধে ৬ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর উপশহর নিউ মার্কেট ও সাহেব বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যেসব পণ্য রমজান মাসে বেশি প্রয়োজন হয় সেসব পণ্যের বাজার নজরদারিতে রয়েছে। এছাড়াও ব্যবসায়ীরা যেন পণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তাদের থেকে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে রয়েছে। পুরো রমজান জুড়ে আমরা বাজার মনিটরিং করবো। যে কোন অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আজকের অভিযানে মোট ৬ টি প্রতিষ্ঠানকে বিবিন্ন অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদরে এই অভিযান চলমান থাকবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button