জনপদ ডেস্করাজশাহীসারাবাংলা

রাজশাহীতে পুলিশের অভিযানে মোট আটক ২৩

নিজেস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ১৮মার্চ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।

আজ শনিবার ১৮ মার্চ আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

আরোও জানা যায় যে, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৪, তানোর থানা ২, মোহনপুর থানা ৫ , বাগমারা থানা ৩ , দুর্গাপুর থানা ১ , চারঘাট মডেল থানা ৪ ও বাঘা থানা ৪ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় আটক করেছে ।

এছাড়া ও পুলিশ আরো জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং জহন মুরমু(৪৫) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ মোনারুল ইসলাম(৪০), ২নং মোঃ সামসুল সোনার(৪০) ও ৩নং সাদ্দাম সরদার বুশ(৩৬) কে ৩০০গ্রাম গাঁজা, ৪নং মোঃ সুমন প্রামানিক(২৮) কে ৫০গ্রাম গাঁজা, ৫নং মোঃ রবিউল সোনার বাবু(৩৬) কে ১৫লিটার চোলাইমদসহ আটক করে।

বাগমারা থানা পুলিশ ১নং মোছাঃ মালা বেগম ওরফে খৈমালা(৩৯) ও ২নং মোঃ মিঠুন আহম্মেদ ওরফে মিঠু(৩২) কে ০১কেজি গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ রুহুল আমিন(৩২) কে ০৪গ্রাম হেরোইনসহ আটক করে।

আটককৃতদের উচ্চ আদালতে প্ররণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button