আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

জনপদ ডেস্কঃ দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে (৭৫) গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে এমএসিসি সদর দপ্তরে কয়েক ঘণ্টা জবানবন্দি দেওয়ার পর মুহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ মার্চ) তাকে আদালতে হাজির করা হবে।

এদিকে, মুহিউদ্দিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এর আগে, একই অভিযোগে দেশটির আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে পরবর্তী ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তিনি মালয়েশিয়ার দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button