Breaking Newsআন্তর্জাতিক

নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

জনপদ ডেস্কঃ নেপালের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জেষ্ঠ্য নেতা রাম চন্দ্র পাওদেল দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

রাজধানী কাটমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় অবস্থিত নেপালের পার্লামেন্ট ভবন। বৃহস্পতিবার সকাল ১০টায় পার্লামেন্ট ভবনে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, চলে বিকাল ৩টা পর্যন্ত। তারপর ভোট গণনা শেষে রাম চন্দ্র পাওদেলকে দেশের নতুন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button