ক্যাম্পাসরাজশাহী মহানগর

রাবিতে প্রদর্শিত হবে স্বাধীন ধারার চলচ্চিত্র ‘সাঁতাও’

নিজস্ব প্রতিবেদক, রাবি: রংপুর অঞ্চলের কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত স্বাধীন ধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এদিন বিকাল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট তিনটি শো দেখানো হবে।

গণ-অর্থায়নে নির্মিত নির্মাতা খন্দকার সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। এখানে বিভিন্ন চরিত্রে পুতুল ও ফজলুল হক ছাড়াও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর, রবি দেওয়ান, দীনবন্ধু পাল প্রমুখ। এছাড়া সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির, সহকারী পরিচালক মাসুদ রানা ও সুপিন বর্মণ।

চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, খন্দকার সুমনের মতো স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের সহায়তা করার জন্য আমরা এই প্রদর্শনী আয়োজন করেছি। এই ছবির প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ নির্মাতার হাতে তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, চলচ্চিত্রটি দেখার জন্য ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ও ২২ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত টিকিট পাওয়া যাবে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরের বুথে। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৬টা রাবির কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে প্রশাসন ভবন-২ এর সামনের বুথে টিকিট মিলবে। এ ছাড়া শোয়ের দিন ভেন্যুতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এন্ট্রি ফি ৫০ টাকা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button