আন্তর্জাতিকলাইফ স্টাইল

ভারতে দুর্দান্ত স্টাইলের বাইক নিয়ে এল ‘জাওয়া মোটরসাইকেল’

জনপদ ডেস্ক: এবারে দুর্দান্ত এক স্টাইল নিয়ে এসেছে ‘জাওয়া মোটরসাইকেল’। সম্প্রতি ভারতের বাজারে বাইকটি উন্মুক্ত করা হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে যতই চাহিদা থাক এই মোটরসাইকেলটির মাত্র ১০০টি ইউনিট তৈরি করা হবে।

পৌরাণিক ঘোড়া লুংটার দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন এই বাইকটি বিশেষ রং ও স্টাইল তৈরি করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে জাওয়া ৪২ টাওয়াং এডিশন। স্পোর্টস স্ট্রাইপ অলস্টার ব্ল্যাক ভ্যারিয়েন্টে এই বাইকের সঙ্গে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের বেশ মিল রয়েছে। ২৯৪.৭২সিসির এই বাইকটি সিঙ্গেল সিলিন্ডারে তৈরি।

এ ছাড়া এর ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন ২৭ বিএইচপি এবং ২৬.৮৪ এনএম পিক টর্ক উৎপাদন করতে পারে। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারের এই বাইকটি লিকুইড কুলড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

বাইকটির অন্যতম আকর্ষণের বিষয় হচ্ছে এর জ্বালানি ট্যাংক এবং ফ্রন্ট ফেন্ডারে লুংটা মোটিফ। এর বডি প্যানেলজুড়ে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর কিছু শিলালিপির ডিজাইনও করা হয়েছে। পাশাপাশি বিশেষ সংস্করণ ইউনিট চিহ্নিত করার জন্য একটি অনন্য সংখ্যাযুক্ত ব্রোঞ্জ মেডেলিয়নও রয়েছে বাইকটিতে।

তবে ঠিক কত দামে বাইকটি কিনতে পাওয়া যাবে সে সম্পর্কে কিছু জানায়নি জাওয়া।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button