সারাবাংলা

জামালপুরে শীতকালীন প্রশিক্ষণে মানবিক কার্যক্রমে সেনাবাহিনী

শীতকালীন প্রশিক্ষণে স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিনা মূল্যে চিকিৎসা সহায়তার পাশাপাশি বিতরণ করা হচ্ছে শীতবস্ত্রও।

আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে জামালপুরের পিয়ারপুরে এসব মানবিক কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় ঘাটাইল অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় পিয়ারপুর এলাকায় ৭০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, চোখের ছানি এবং অন্যান্য অপারেশন, চশমা বিতরণসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জানান, সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম জনসাধারণের চিকিৎসাসেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ এবং অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভূমিকা রাখছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button