কাতার বিশ্বকাপফুটবল

ফাইনালে বেনজেমাকে চান ম্যাক্রোঁ: মার্কা

জনপদ ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন করিম বেনজেমা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এ খবর দিয়েছে।

যদিও ফাইনালে বেনজেমাকে মাঠে দেখা যাবে কিনা সে প্রশ্নের জবাবে মুখে কুলুপ এটে বসে আছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। সেমিফাইনালে মরক্কোকে হারানোর পর ফাইনালে বেনজেমার খেলা না খেলা নিয়ে কোনো প্রশ্নর উত্তর দিতে চাননি তিনি।

বিশ্বকাপ দেখতে কাতারে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখবেন তিনি। মার্কার দেওয়া খবর অনুযায়ী, ম্যাক্রোঁই বেনজেমাসহ ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে না পারা ফ্রান্সের ফুটবলারদের ফাইনালে কাতারের লুসাই স্টেডিয়ামে উপস্থিত করার আইডিয়া দিয়েছেন।

এই তালিকায় পল পগবা ও এনগলো কন্তেও আছেন। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনজুরির কারণে খেলতে না পারলেও এখনও দেশমের ২৬ জনের স্কোয়াডে আছেন বেনজেমা। তিনি ফাইনাল ম্যাচে খেলতে না পারলেও চ্যাম্পিয়ন হলে নিশ্চিতভাবেই পদক পাবেন।

এরইমধ্যে ইনজুরি থেকে সুস্থ হওয়ার পথে থাকা বেনজেমা প্রীতি ম্যাচও খেলেছেন। তবে তিনি ফাইনালে খেলবেন কিনা সে বিষয়ে ফরাসিরা এখন পরিষ্কার কোনো বার্তা দেয়নি। তাই মেসিদের সামনে বেনজেমা রহস্য থেকেই যাচ্ছে।

সূত্র: মার্কা

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button