কাতার বিশ্বকাপফুটবল

ভুবনজয়ী মেসি

স্পটস ডেস্ক: ইতিহাস দরজা খুলেই দাঁড়িয়ে ছিল, তাঁকে বরণ করে নেওয়ার অপেক্ষায়। একটু একটু করে সে অপেক্ষা ফুরাচ্ছিলও। ৬৭ মিনিট পর্যন্ত যখন গোলে কোনো শটই নিতে পারেনি ফ্রান্স, আর আর্জেন্টিনাও এগিয়ে ২-০ গোলে, তখন কে ভাবতে পেরেছিল যে ভোজবাজির মতো বদলে যাবে সব! বদলে গেলও, কিলিয়ান এমবাপ্পের ৯৭ সেকেন্ডের জাদুতে। সমতায় ফিরলো ফাইনাল, উজ্জীবিত ফরাসিরাও পাল্টা চাপে ফেলতে থাকলো আর্জেন্টিনাকে।

ধরা-ছোঁয়ার মধ্যে চলে আসা অধরা সোনালী ট্রফিটাও যেন লিওনেল মেসির কাছ থেকে দূরে সরে যেতে থাকলো তখন থেকেই।
এরপর অতিরিক্ত সময়ে বিশ্বকাপ ট্রফি যেন এই আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে লুকোচুরি খেলাই শুরু করলো। কখনো সেটি খুব কাছে চলে এসেছে বলে মনে করায়। আবার কখনো অনেক দূরে সরে যাওয়ার ছবিটাও দেখায়। তিনি নিজে গোল করে কাছাকাছি চলে যান তো এমবাপ্পে আবার মেসিআর ট্রফির মাঝে দেয়াল তুলে দাঁড়ান। ১৯৬৬-র বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা ইংল্যান্ডের জিওফ্রে হার্স্টের সঙ্গী হয়ে যান এমবাপ্পে। হ্যাটট্রিকে অনন্য হয়ে ওঠা এই ফরাসি তারকা নিজেও পেলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ২৪ বছরের কম বয়সে টানা দুটো বিশ্বকাপ জেতার দাবি ছাড়েন না। পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ৩-৩ গোলের সমতায় ফেরান ফ্রান্সকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গত রাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফাইনাল তাই আক্ষরিক অর্থেই হয়ে ওঠে মেসি বনাম এমবাপ্পে। মেসির পথের কাঁটা হয়ে থাকেন এমবাপ্পে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button