কাতার বিশ্বকাপফুটবল

সার্বিয়ার বিপক্ষে তদন্ত করবে ফিফা

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে ২ গোলে হার সার্বিয়ার। এই ম্যাচে সার্বিয়ার ফুটবলারের ফাউলের শিকার হয়ে নেইমার এখন মাঠের বাইরে। ম্যাচ শুরুর আগে সার্বিয়া ফুটবল দল তাদের ড্রেসিং রুমে আরেক কাণ্ড ঘটিয়ে এখন ফিফার তদন্তের মুখে।

ড্রেসিং রুমে তারা কসোভোবিরোধী পতাকা টাঙিয়েছে। দুই ফুটবলারে জার্সির উপর ছিল এই কসোভোবিরোধী পতাকা। এটিকে মোটেও ভালোভাবে নেয়নি ফিফা। তাই সাবেক যুগোশ্লাভিয়ার অংশ এই দেশটির বিপক্ষে তদন্ত করতে যাচ্ছে ফিফা।

উল্লেখ্য, সার্বিয়া থেকে স্বাধীন হয় মুসলিম দেশ কসোভো।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button