খুলনারাজনীতিসারাবাংলা

জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

জনপদ ডেস্ক: বাগেরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি।

আজ মঙ্গলবার ২২ নভেম্বর দুপুরে বাগেরহাট নিউ মার্কেটের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জাতীয় পার্টি, যুব সংহতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, মোড়েলগঞ্জ শরণখোলা আসনে জাপা প্রার্থী সজন কুমার মিশ্র, শরণখোলা উপজেলা জাপা সভাপতি গাজী বদিউজ্জামান, ফকিরহাট উপজেলা জাপা সভাপতি আলাউদ্দিন আলাল, চিতলমারী উপজেলা জাপা সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, জেলা যুবসংহতির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রাহল দেব বর্মন, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদব জাহাঙ্গীর বেপারীসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের ডাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মধ্যে ভাঙন তৈরির রাজনীতি শুরু করে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও আওয়ামী লীগ সরকার নতুন খেলায় মেতেছে। আবারো জাপা’র ভাঙন ধরিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। জাপার বহিষ্কৃত নেতাদের দিয়ে মামলা করে সরকার জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে হয়রানি করছে বলেও তারা দাবি করেন ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button