ঢাকাসারাবাংলা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সব শূন্যপদ পূরণের দাবিতে আজও রাস্তায় প্রার্থীরা

জনপদ ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩২ হাজার ৫৭৭ জনকেই নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। এই খবর প্রকাশের পর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে আন্দোলন করে আসছেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, শূন্যপদ রয়েছে ৫৮ হাজারের মতো। তাই সব শূন্যপদই পূরণ করতে হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ের সামনে মানববন্ধন করতে যান তারা। এসময় আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নেয় পুলিশ। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

এর আগে টানা দুইদিন একই দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে মানববন্ধন করেন তারা।
আজ সকাল ১০টায় সচিবালয়ের সামনে বাধা পেয়ে প্রেসক্লাবের সামনে প্রায় তিন শতাধিক চাকরিপ্রত্যাশী এ মানববন্ধনে অংশ নেন। আন্দোলনকারীরা বলেন,‘আমাদের দাবি না মানা হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

তারা বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগের জন্য অনুমোদন করা পদ ৩২ হাজার ৫৭৭টি। এরপরে ৪৫ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। আবার ২ বছরে অবসরজনিত কারণে আরও ১০ হাজারের বেশি পদ শূন্য হয়ে ৫৮ হাজারের মতো শূন্যপদ রয়েছে। তবে সম্প্রতি অধিদফতর থেকে পদসংখ্যা বাড়ানো হচ্ছে না বলে ঘোষণা দেওয়ার পর থেকে চাকরিপ্রত্যাশীরা হতাশ হয়ে পড়েন।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button