জনপদ ডেস্করংপুরসারাবাংলা

অরক্ষিত ক্রসিং এ ভটভটি, অল্পের জন্য রক্ষা

জনপদ ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিং এ আলু বোঝাই ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। ভটভটির চালক নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর রেলক্রসিং এ গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত সুপার মোশারফ হোসেন জানান।

মোশারফ বলেন, আলুবোঝাই ভটভটিটি অরক্ষিত রেলক্রসিং এ ওঠার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর মিনিট দশেক পরেই ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ট্রেনের হেড লাইট ক্ষতিগ্রস্ত হয়।

তবে ট্রেনটি আসতে দেখে ভটভটির চালক ও তার সহকারী নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

মোশারফ জানান, দিনাজপুরের মঙ্গলপুর রেলস্টেশনে হেড লাইট মেরামত করে একতা এক্সপ্রেস রাতেই গন্তব্যে পৌছেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button