সারাবাংলাসুনামগঞ্জ

কেন্দ্রের সামনে টাকা বিতরণ, সহকারী প্রিজাইডিং অফিসারসহ আটক ৪

জনপদ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়া অন্য ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭ মে) রাতে চার নম্বর শাল্লা ইউনিয়নের চব্বিশা গ্রামের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণ করার সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত ৪ জন আটক আছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ওই সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button