ধর্ম

সফরে কি রোজা ভাঙার অনুমতি আছে?

জনপদ ডেস্ক: শরয়ি সফরে রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে পরে এই রোজার কাজা আদায় করতে হবে।

উত্তম হচ্ছে শরয়ি সফরেও এই রুখসত (সুযোগ) অনুযায়ী আমল না করে রোজা রাখা। কেননা পরে কাজা আদায় করা হলেও তো রমজানের বরকত পাওয়া যাবে না।

এই মাসআলা কেউ কেউ এভাবে বলে থাকেন— ‘সফরের হালতে রোজা ভাঙা জায়েজ আছে।’ এভাবে বলা ঠিক নয়।

কেননা, এতে ধারণা হয় যে, সফর অবস্থায় রোজা আরম্ভ করার পরও তা ভেঙে ফেলা জায়েজ কিংবা রোজা শুরু করার পর সফরে রওনা হলে রোজা ভঙ্গ করা জায়েজ। অথচ এটা ঠিক নয়। রোজা শুরু করার পর তা ভঙ্গ করা জায়েজ নয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button