আন্তর্জাতিক

জেলেনস্কির কাছে যা নিয়ে ‘দুঃখ’ প্রকাশ করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এখনো সংঘাত ও যুদ্ধ চলায় বিষয়টি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান। খবর জিও নিউজের।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয়েছে, দুই নেতা ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

ইমরান খান জেলেনস্কিকে জানিয়েছেন, পাকিস্তান এখনো অনতিবিলম্বে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান চায় এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে এ দ্বন্দ্বের সমাধান চায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয়েছে, ইমরান খান জেলেনস্কির কাছে জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাব পড়বে এবং তেল ও অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলার বিষয়টি টুইট করে জানিয়েছ্নে ভলোদমির জেলেনস্কি।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। রাশিয়ার আগ্রাসনের কারণে আমাদের দুর্দশার কথাগুলো জানিয়েছি। ইউক্রেনের মানুষ শান্তি চায়। নিঃসন্দেহে এটি আমাদের প্রথম অগ্রাধিকার।

সূত্র: জিও নিউজ, ডন

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button