আন্তর্জাতিক

রাশিয়াকে স্মার্টলি প্রতিহত করছে ইউক্রেন: পেন্টাগন

জনপদ ডেস্ক: রাশিয়ার সেনাদেনর বেশ স্মার্ট, ‍দুর্দান্ত ও সৃজনশীলভাবে প্রতিহত করছে ইউক্রেনের সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আরও দেখছি তারা তাদের ভূখণ্ড রক্ষার চেষ্টা করছে, বিশেষ করে খেরসনে।’

কিরবির দাবি, ইউক্রেন বেশ ভালোভাবে সামলে নিয়েছে, রাশিয়ার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ, তাদের কোনো কৌশলও কাজে আসছে না।
এদিকে ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ৪৫ কূটনৈতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড। বুধবার পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালরে মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখপাত্র স্ট্যানিস্ল জানিয়েছেন, এদের মধ্যে অনেকের বিরুদ্ধে কূটনৈতিক কাজের আড়ালে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আছে।

পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলবের পর এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

সূত্র: বিবিসি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button