সারাবাংলা

সীমান্তে হত্যা বন্ধে সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কমতি নেই : বিজিবি প্রধান

জনপদ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ জানিয়েছেন, সীমান্তে হত্যা বন্ধে কারোই সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কমতি নেই। উভয় পক্ষই চায় এটা শূন্যতে নেমে আসুক। সকল পর্যায়ের বৈঠকেই এ নিয়ে আলোচনা হয়।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ারর আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। সারা দেশের বিজিবির বিভিন্ন দপ্তর পরিদর্শনের অংশ হিসেবে তিনি আখাউড়ায় আসেন বলে জানান।

বিএসএফ’র বাধায় আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি জানান, সীমান্ত সংক্রান্ত কিছু আইন রয়েছে। এগুলো উভয় দেশকেই মানতে হবে।
বিজিবি প্রধানকে বন্দরের নো-ম্যানসল্যান্ডে স্বাগত জানায় বিএসএফ। এ সময় দু’পক্ষের মধ্যে উপহার হিসেবে গাছ বিনিময় হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button