জাতীয়রাজনীতি

‘সামনে দেশে বিদেশে অনেক চ্যালেঞ্জ আসবে’: পররাষ্ট্রমন্ত্রী

জনপদ ডেস্ক: আগামী কয়েক বছর বাংলাদেশের জন্য দেশে-বিদেশে অনেক চ্যালেঞ্জ আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় ধানমণ্ডির ৩২ নম্বরে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, র‌্যাব ও বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা মিথ্যাচার করছে। মানবাধিকার সংস্থাগুলোর মিথ্যাচারের বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রকে অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গতকাল ৩২ নম্বরে যান তিনি। ফাউন্ডেশনের সদস্যরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

দেশে-বিদেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য ও সহকর্মীদের অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী কয়েক বছর আমাদের সামনে যথেষ্ট চ্যালেঞ্জ আসবে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহকর্মীরা দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি, অভাবনীয় সাফল্য এবং মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রামের তথ্য ছড়িয়ে দেবেন। ’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে বিষেদগার, অপপ্রচার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা খুব দুঃখজনক। এগুলো দেখে মনে হয়, দেশের প্রতি তাদের মমত্ববোধ কম। ’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক দিন ধরে বিভিন্ন দেশের তাদের লবিস্ট প্রতিষ্ঠান বা বন্ধুরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের কারণে ১২টি মানবাধিকার প্রতিষ্ঠান জাতিসংঘকে চিঠি দিয়েছে গত নভেম্বর মাসে। জাতিসংঘ এর ওপর কোনো কিছু করেনি। আমরা দেখি কী করা যায়। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলেই যে খুব ভালো প্রতিষ্ঠান হবে এমন নয়। একটি প্রতিষ্ঠান বলেছিল, বাংলাদেশে র‌্যাব বহু লোক মেরে ফেলেছে। তারা একসময় বলেছিল, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে। যুক্তরাষ্ট্র সরকারও মনে করল বোধ হয় সত্যি সত্যি আছে। আপনারা বাকিটুকু জানেন। তারা দেশ দখল করল। কিন্তু গণবিধ্বংসী অস্ত্র পায়নি। ’

শান্তি মিশনে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার আহ্বান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করব, তারা ওই ধরনের ভুল করবে না। ’ মন্ত্রী বলেন, ‘দু-একটা ক্ষেত্রে র‌্যাব অ্যাবিউজ (ক্ষমতার অপব্যবহার) করেছিল। সেখানে তাদের শাস্তি হয়েছে। নারায়ণগঞ্জের কাহিনি জানেন, এর শাস্তি হয়েছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সবচেয়ে দুঃখের বিষয়, র‌্যাব কিভাবে অ্যাকশন নেবে তা অনেক সময় আমেরিকানরা শিখিয়েছে।

বিদেশে সরকারের লবিস্ট নেই, পিআর আছে

পররাষ্ট্রমন্ত্রী গতকাল ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বিদেশে সরকার লবিস্ট নিয়োগ করেনি, দেশের ইতিবাচক ভাবমূর্তির তথ্য তুলে ধরতে পিআর (পাবলিক রিলেশন্স বা জনসংযোগ প্রতিষ্ঠান) নিয়োগ করেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button