খেলাধুলা

অবসর ও অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

জনপদ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বস্ত পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে টাইগার ক্রিকেটারদের জয়ের মানসিকতা নিয়ে। প্রশ্ন উঠছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব নিয়েও। এ সম্পর্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচে হারের পর রিয়াদ বলেছেন ওসব বোর্ডের কাজ, তারাই সিদ্ধান্ত নেবে।

এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষেই বাজে পারফরম্যান্সের জন্য কাঠগড়ায় বাংলাদেশ দল। এবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে মাহমুদউল্লাহকেও। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে রিয়াদ বলেন, দেখুন, অধিনায়কত্বের বিষয়টা আমার হাতে নেই। এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার তরফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখার। পারফরম্যান্স আদায় করার জন্য। সম্ভবত আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল।

পারফরম্যান্স আদায় করতে পারিনি। অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসলে বোর্ড দেবে। এটি আমার হাতে নেই।

অবসর নিয়ে টাইগার অধিনায়ক বলেন, না। এই মুহূর্তে ওরকম কিছু চিন্তা করছি না।

উল্লেখ্য, সবশেষ ম্যাচে অজিদের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের ৭৩ রানের জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৬.২ ওভারেই জয়ের নাগাল পায় অজি শিবির। ৭৪ রানের টার্গেটে অস্ট্রেলিয়ায়র হয়ে অ্যারন ফিঞ্চ ৪০, ওয়ার্নার ১৮ ও মিচেল মার্শ ১৬ রান করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় শত রান পূর্ণ হওয়ার আগেই। ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৩ রান তুলে টাইগার বাহিনী। টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন শামিম পাটোয়ারি। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ ও নাইম শেখ ১৭ রান করেন।

বাকিদের কেউই দশের ঘরও পেরুতে পারেননি। অজিদের হয়ে ১৯ রান খরচায় ৫ উইকেট নেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট পান মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button