আন্তর্জাতিক

ভারতে আরও ১০ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৪২৩ জনের শরীরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের এ সংখ্যা ২৫৯ দিনের মধ্যে সর্বনিম্ন।

সরকারি হিসাবে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ৪৪৩ জন। সুস্থতার হার ৯৮.২১ ভাগ, যা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বোচ্চ।

ভারতে বর্তমানে করোনার সঙ্গে লড়ছেন ১ লাখ ৫৩ হাজার ৭৭৬ জন। ভারতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছে ৪ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।

সারা বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এর পরেই আছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button