আন্তর্জাতিক

ইসরায়েল ইস্যুতে সুদানকে যুক্তরাষ্ট্রের চাপ!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়ে ওঠেনি। সেই সম্পর্ক গড়তে দেশটিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ক্যান’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে।

স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে সুদানে বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র। কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এক বছরেও কোনো উন্নতি হয়নি। তাই এখন সুদানের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র সুদানে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এবং এখন কী ধরনের চাপ সৃষ্টি করছে-এ বিষয়ে টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের সাধারণ জনগণ এবং সামরিক প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরির চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরবYLT(g3R
iVFbR:)E2Kq*8<:f"x<r)5gzaϯ1Q"i^6GXB
P3Mց-
rCf:B5w!yt]u`QodayR0!4Ti[u]T
m%9.Lg #\3m„dlDP5VF0KrlCwGfg$}0[0e0kɀbY9,7eABC_;sbbT~%l)3ƬDǐaѢbQ0^UuYx|<~;AUkxL
‘2?j\m̮:Rx$5)b}If=P4y4@Kn/ٯ{nqq П}d8E֏tSRǙEJ_#1o8f
3:Χ”
ُdkwcpGvׯve_Z,mZ30pp{Cs_Vzط./ӭI$CjUZ㡐l0Xk
LZb#o4wU:čś2TKYQsv=r
%ۑuH.jl~,lFV
|Ǜ`qh4Gw)_y)l䤇ȨEe 8H˙9)Q~MzCPdʈ(,#oFbu13,X(6L:o餷Qb8q]a뤛Y
/>8IyCMpmӆ嵂M4VφUзtP4D@㤧eFб~[Da9Ĭ̿We8@bWtlr sC?C!sXYV_C}(5DTA.

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button