টপ স্টোরিজনির্বাচন

ইউপি ভোটের দ্বিতীয় ধাপের তফসিল, বৈঠকে বসছে ইসি

জনপদ ডেস্কঃ ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপে ভোটের তফসিল দিতে ২৯ সেপ্টেম্বর (বুধবার) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় কমিশন সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে ইসি সচিব মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি মাসের শেষে কমিশন সভায় ইউপির পরবর্তী ধাপের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, বুধবারের কমিশন সভা শেষে ইউপি দ্বিতীয় ধাপের ভোট ছাড়াও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপনির্বাচন, জাতীয় সংসদের শূন্য হওয়া (মহিলা-৪৫) আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের পৌরসভায় সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, “বিষয়টি কমিশন সভার এজেন্ডার মধ্যে রয়েছে।”

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button