সারাবাংলা

ফের গিনেস বুকে নাম লেখালেন ব্রাহ্মণবাড়িয়ার পার্থ

জনপদ ডেস্কঃ ‘দ্য লংগেস্ট চেইন অব সেফটিপিন’ তৈরি করে আবারো গিনেস বুকে স্থান করে নিয়েছেন পার্থ চন্দ্র দেব। এর আগে সোনালি রঙের সেফটিপিন দিয়ে বিশ্বের সবচেয়ে বড় চেইন তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক। গত ১৬ সেপ্টেম্বর গিনেস কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকের প্রয়াত জগদীশ দেবের ছোট ছেলে পার্থ চন্দ্র দেব। তিনি পড়াশোনার পাশাপাশি ফান্দাউক বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বড়ভাইকে সহযোগিতা করতেন। বর্তমানে ফান্দাউক পণ্ডিত রাম হাইস্কুলে শিক্ষকতা করছেন।

সহকারী শিক্ষক পল্লব হালদার বলেন, পার্থ চন্দ্র দেবের এ অর্জন আমাদের জন্য গর্বের। বিশ্বের কাছে আমাদের নতুন করে পরিচিত করে তুলেছেন তিনি।

পার্থ চন্দ্র দেব বলেন, আমি খুবই খুশি। যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

জানা যায়, ২০২০ সালের ৩০ মে স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির আবেদন করেন পার্থ। একই বছরের ৭ জুলাই আবেদন গ্রহণ করে চেইন তৈরির অনুমতি দেয় গিনেস কর্তৃপক্ষ। অনুমতি পাওয়ার পর গত বছরের ২০ জুলাই থেকে ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত টানা ২০৭ দিন স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির কাজ করেছেন পার্থ। এই চেইনের দৈর্ঘ্য ১ হাজার ৭৫৪ দশমিক ৯ মিটার বা ৫ হাজার ৭৫৩ ফুট ৫ ইঞ্চি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button