ঢাকাসারাবাংলা

ডেঙ্গু রোগীর বাসার ঠিকানা দিলেই স্প্রে করে দেব: মেয়র আতিক

জনপদ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন বা বাসায় রয়েছেন। আপনারা আমাদের কাছে আপনার বাসার ঠিকানা দিন আমরা ফাইন করবো না, আমরা আপনার বাসার ২০০ মিটার পেরিফেরির মধ্যে স্প্রে করে দেবো। দয়া করে কেউ ভুল তথ্য দেবেন না।’

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলায় মিরপুরের পীরেরবাগ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র একথা বলেন।

এদিন মধ্য পরীরেরবাগ এলাকার কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগীর বাসায় যান মেয়র। সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিবারের খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের হাতে ডিএনসিসি’র উপহার সামগ্রী তুলে দেন।

মেয়র বলেন, ‘এরইমধ্যে ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মশক নিধন অভিযান চালানো হয়েছে। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বাইরে থেকে থাকে তাহলে ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস অথবা ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অবহিত করা হলে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়া হবে।’

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন, শিশু হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে যারা ভর্তি থাকেন তাদের কাছে অনুরোধ থাকবে বাসার ঠিকানাগুলো দেওয়ার জন্য। আমরা বাসার ঠিকানা নিয়ে সেই বাসাতে যাচ্ছি। ওই বাসায় যাবার পর সেই বাসার ২০০ মিটার পেরিফেরির মধ্যে যা কিছু পাবো আমরা স্প্রে করে দেব।’

এসময় সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button