চট্টগ্রাম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে পদক্ষেপের নির্দেশ

জনপদ ডেস্কঃ রেলে পাথর নিক্ষেপ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি দিদার আহম্মদ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চল পরিদর্শন ও পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের কার্যক্রম পরিদর্শন এবং তাদের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করতে দিদার আহম্মদ চট্টগ্রাম সফর করেন।

এ সময় তিনি রেলওয়ে থানা, ফাঁড়ি এবং সামগ্রিক উন্নয়নের জন্য কর্মকর্তাদের মতামত শোনেন। পরে রেলে পাথর নিক্ষেপ, অপমৃত্যু রোধ ও নিরাপদ যাত্রী পরিবহনের জন্য স্বাস্থ্যবিধি মেনে জনসচেনতামূলক কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন।

এর আগে তিনি পুলিশ লাইন্সে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে তিনি পুলিশ লাইন্সে শতবর্ষ ফলবাগানে ১টি ফলজ বৃক্ষের চারা রোপণ অতিরিক্ত আইজিপি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button