বরিশাল

জি-মরফিন ইনজেকশন উদ্ধার মামলায় যুবকের যাবজ্জীবন

জনপদ ডেস্ক: বরিশালে নেশাজাতীয় ৫০ পিস জি-মরফিন ইনজেকশন উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় টিটু দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত টিটু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দেলদুয়ার এলাকার দিলীপ দাসের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির জানান, গত বছর ২০ অক্টোবর বরিশাল নগরীর ভাটারখাল কলোনীর খালপাড় থেকে টিটুকে আটক করে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে নেশাজাতীয় ৫০ পিস জি মরফিন ইনজেকশন উদ্ধার করেন তারা। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ডিবির উপ-পরিদর্শক মহিউদ্দিন। একই বছরের ১৪ নভেম্বর টিটুকে একমাত্র অভিযুক্ত করে আদলতে এই মামলার অভিযোগপত্র দেন ডিবি’র উপ-পরিদর্শক হেলালুজ্জামান। পরে আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন বিচারক।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button