বরিশাল

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

জনপদ ডেস্কঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. বাসুদেব কুমার দাস বলেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সব মিলিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনই রয়েছে।

অপরদিকে নতুন শনাক্তসহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬২৭ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৬ জনসহ মোট ১৭ হাজার ৮৪২ জন, পটুয়াখালীতে নতুন ১৪ জনসহ মোট ৬ হাজার ৪২ জন, ভোলায় নতুন ২৫ জনসহ মোট ৬ হাজার ৪৭৪ জন, পিরোজপুরে নতুন ১ জনসহ মোট ৫ হাজার ১৫৪ জন, ঝালকাঠিতে নতুন ১ জনসহ মোট ৪ হাজার ৫২৮ জন ও বরগুনায় মোট ৩ হাজার ৭১৫ জন রয়েছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button